ঢাকা   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নেত্রকোণায় হামলা-লুটপাটের মামলা করায় বাদিকে হুমকি

গ্রামবাংলা

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ১৩ জুলাই ২০২৫

নেত্রকোণায় হামলা-লুটপাটের মামলা করায় বাদিকে হুমকি

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায়  প্রতিপক্ষের বিরুদ্ধে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ভাঙচুর লুঠপাটের অভিযোগ উঠে। এ ঘটনায় মোসা. হেলেনা আক্তার নামে একজন বাদী হয়ে গত ৫ জুন থানায় মামলা দায়ের করেছেন। তিনি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের মো. আব্দুল আমিনের স্ত্রী। মামলা দায়েরের পর থেকেই বাদিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন- একই এলাকার মো. ফয়সাল মিয়া, মো. আবু হাসান মিয়া, মোঃ আবু সাহিদ আকন্দ ওরফে মোস্তাক মিয়া, মো. মজিবুর রহমান আকন্দ ওরফে আমিনুল ইসলাম, মো. আবুল কাসেম, মো. হাবিবুর রহমান আকন্দ, মো. জহিরুল ইসলাম রনি, মো. সানি আকন্দ, মো. জাহিদুল ইসলাম মুন্না, মো. সাইকুল আকন্দ সহ অজ্ঞাত ৩/৪ জন। 

অভিযোগ সূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি। বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রতিপক্ষের লোকজন প্রায়ই ফুটবল, ক্রিকেট খেলে। সম্প্রতি ফুটবল খেলা চলাকালীন সময়ে ফুটবল বাড়িতে পড়লে লোকজন আহত হয়। এনিয়ে তর্কাতর্কি বাঁধে। পরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে মারপিট করে।

মামলার বাদি মোসা. হেলেনা আক্তার বলেন, ‘গত ৫ জুন ফুটবল বাড়িতে পড়লে বাড়ির লোকজন আহত হলে এ নিয়ে কথার কাটাকাটি হয়। পরে প্রতিপক্ষের লোকজন হামলা করে আমার বাড়িঘর ভাংচুর করে। ভাংচুরের প্রতিবাদ করলে আমাকে ও আমার ছেলে আব্দুল হেলিমের ওপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। এসময় আমাদেরকে রক্ষা করতে আসলে দেবর মো. এমদাদুল হক সলি ও মোঃ বাবুল মিয়ার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় প্রতিপক্ষের লোকজন আমার ঘরে থাকা শোকেসের ড্রয়ার ভেঙ্গে প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের হার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়।

তিনি আরও জানান, ওইদিন হামলাকারীদের কাছ থেকে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। 

কলমাকান্দা থানার ওসি  মো: লুৎফর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে যথাযথ তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।