রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন, তাদের লক্ষ্য একটাই—একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে থাকবে সুরক্ষিত নাগরিক অধিকার, স্বাধীন বিচারব্যবস্থা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা।