ঢাকা   রোববার ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই—তারেক রহমান

একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই—তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তারা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান—যেখানে নারী, পুরুষ ও শিশুসহ সবাই ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। এরপর ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করে। তবে ষড়যন্ত্র থেমে থাকেনি বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, নারী-পুরুষ ও সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি আরও বলেন, আজ দেশের মানুষ কথা বলার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। জনগণ তাদের যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার চায়। পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য—যে বাংলাদেশে একজন মা নিশ্চিন্তে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারবেন।