সোমবার রাতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ধুম ধাম’ সিনেমার টিজার। ইয়ামি গৌতম ও প্রতীক গান্ধী অভিনীত এই সিনেমার টিজার দেখে রীতিমতো মুগ্ধ দর্শকেরা। অন্তর্জালে অনেকেই টিজারের প্রশংসা করছেন। কী আছে টিজারে? ফুলশয্যার রাত কীভাবে অন্যদিকে মোড় নিল, সেই গল্পের আভাস দেওয়া হয়েছে ১ মিনিট ৩২ সেকেন্ডের টিজারে।