কোরআনের আলোকে এমন এক শিক্ষামূলক সফরের বিবরণ পাওয়া যায়, যা আল্লাহর জ্ঞানের বিশালতা ও বিনয় শেখার অপূর্ব দৃষ্টান্ত। নবী মুসা (আ.) একদিন বনি ইসরাঈলের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন, হঠাৎ কেউ তাঁকে জিজ্ঞেস করে, পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? স্বাভাবিকভাবে তিনি নিজেকেই উল্লেখ করেন, কিন্তু আল্লাহ তাআলা তাঁকে জানান—তাঁর চেয়েও জ্ঞানী একজন ব্যক্তি আছেন। এই উত্তরের পর থেকেই শুরু হয় জ্ঞান অর্জনের এক ঐতিহাসিক অভিযান।