ঢাকা   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

১৪ জুলাই ব্লক মার্কেটে তিন কোম্পানির উল্লেখযোগ্য লেনদেন

১৪ জুলাই ব্লক মার্কেটে তিন কোম্পানির উল্লেখযোগ্য লেনদেন

 সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-ইস্টার্ন লুব্রিকেন্টস, ফাইন ফুডস ও রেনাটা । আজ এই তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৪৫ লাখ টাকারও বেশি।


জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস। এদিন কোম্পানিটির ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এরপর লেনদেন হয়েছে ফাইন ফুডস ২ কোটি ৬১ লাখ টাকার ।

রেনাটা লেনদেন হয়েছে ২ কোটি ৪৪ লাখ টাকার ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-এম.এল. ডায়িং ১ কোটি ৯৩ লাখ টাকার এবং এশিয়াটিক ল্যাব ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।