ঢাকা   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ডলার দর সামাল দিতে ব্যতিক্রমী পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের

ডলার দর সামাল দিতে ব্যতিক্রমী পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার ক্রয় করেছে।

বুধবার (১৩ জুলাই) নিলামে ১২১ টাকা ৫০ পয়সা দরে মোট ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে, যা ওই দিনই বাংলাদেশ ব্যাংকের হিসাব বইয়ে যোগ হবে।


কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মূল উদ্দেশ্য হলো বাজারে ডলারের দাম বাড়ানো।

এর আগে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে নির্ধারিত মূল্যে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ক্রয় করলেও, এবার প্রথমবার নিলামের মাধ্যমে এ ক্রয় সম্পন্ন হলো।

আরিফ হোসেন খান আরও বলেন, “বর্তমানে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে দাম কমে গেছে। এতে প্রবাসী এবং রপ্তানিকারকদের অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে যাতে বাজারে দর বৃদ্ধি পায় এবং তাদের সুবিধা হয়।”

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১৩ জুলাই ডলারের গড় দর ছিল ১২০ টাকা ৬০ পয়সা, যেখানে ১০ জুলাই তা ছিল ১২১ টাকা ৮৫ পয়সা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ পেতে গত ১৪ মে কেন্দ্রীয় ব্যাংক বাজারভিত্তিক মুদ্রা বিনিময় মূল্য নির্ধারণের ঘোষণা দেয়। তবে এর পর ডলারের দাম বৃদ্ধি পায়নি।


বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ স্থিতিশীল রয়েছে। এছাড়া মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় ডলারের চাহিদাও কিছুটা কমেছে।

এক ব্যাংক কর্মকর্তা জানান, নিলামে ডলার বিক্রির সময় ব্যাংকগুলো প্রাথমিকভাবে ১২০ টাকার আশপাশে দর উল্লেখ করলেও, কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সায় ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

এক বেসরকারি ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক বলেন, “বাজারে ডলারের দাম কমে যাওয়া শুরু হলে অনেক সময় পরিস্থিতি প্যানিকড হয়ে যেত। কারণ কম দাম রেমিটেন্সকারী ও রপ্তানিকারকদের জন্য ক্ষতিকর হতে পারে এবং এর ফলে হুন্ডির আশঙ্কা তৈরি হতে পারে। তাই কেন্দ্রীয় ব্যাংক উচ্চ দামে ডলার কিনে বাজারে স্থিতিশীলতার সিগন্যাল দিয়েছে।”