JAC EnergyPac Power
Crystal Life Insurance
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

শেয়ারবাজারে তেজিভাব


২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার, ০৫:০৬  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে তেজিভাব

দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার (২৬ অক্টোবর) সূচকের বড় উত্থানে তেজিভাব লক্ষ্য করা গেছে। এদিন ডিএসই’র সূচক ১২০ পয়েন্ট ও সিএসই’র সূচক ১৮০ পয়েন্ট বেড়েছে।

তবে আগের দিন সোমবার (২৫ অক্টোবর) শেয়ারবাজারে বড় দর পতন হয়। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ১২০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ০০৫.৭৮ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে গত সোমবার ডিএসইএক্স সূচক ১২০ পয়েন্ট পতন ঘটে।

ডিএসই-৩০ সূচক ১৭.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬১.৬৪ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ১৬.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮২.৪৬ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪০টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। ডিএসইতে এদিন ১ হাজার ২৯৭ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা কম।

এদিন অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৮০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩০৩.৬৩ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে গত সোমবার সিএসসিএক্স সূচক ২৩৭ পয়েন্ট পতন ঘটে।

আর সার্বিক সিএএসপিআই সূচক ৩০৮.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৭৮.৪২ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ১৬.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭০.৯৩ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ২৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। দিন শেষে সিএসইতে ৪১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম।

গত দুই সপ্তাহের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, গত ১১ অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকে ধারাবাহিক পতন হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর সাত কার্যদিবস পর সূচক উত্থানে ফিরে। তবে পরের কার্যদিবস ২৪ অক্টোবর আবারও বড় পতন হয় দেশের উভয় শেয়ারবাজারে। তবে পরের দিন মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: