
সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালা ২০২৫’ অনুযায়ী এবার নির্মাতারা পাবেন বেশি সময়, বাড়তি সম্মানী এবং পর্যায়ক্রমিক অর্থ ছাড়ের নতুন নিয়ম।
লেখক-চিত্রনাট্যকারদের জন্য সুখবর
নতুন নীতিমালা অনুযায়ী, গল্প লেখককে ২ লাখ ও চিত্রনাট্যকারকে ৩ লাখ টাকা উৎসাহ পুরস্কার দেওয়া হবে। আগে যা ছিল মাত্র ৫০ হাজার টাকা।
নির্মাতাদের জন্য সময়সীমা বৃদ্ধি
- পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য সময় ৯ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সময় ১২ মাস ও প্রামাণ্যচিত্রের জন্য ২৪ মাস নির্ধারণ করা হয়েছে।
- যৌক্তিক কারণে পূর্ণদৈর্ঘ্যের ক্ষেত্রে আরও ৬ মাস এবং স্বল্পদৈর্ঘ্যের জন্য ৩ মাস পর্যন্ত সময় বাড়ানো যাবে।
অনুদান প্রদানের নতুন নিয়ম
- প্রথম কিস্তিতে অনুদানের ২০% অর্থ দেওয়া হবে।
- দুই মাসের মধ্যে শুটিং পরিকল্পনা, প্রোডাকশন প্ল্যান ও শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র জমা দিতে হবে।
- পরবর্তী ৫০% অর্থ মিলবে চলচ্চিত্র বাছাই কমিটির অনুমোদনের পর।
- অন্তত ৫০% শুটিং শেষ ও শিল্পীদের পারিশ্রমিক পরিশোধের প্রমাণ দেখানোর পর মিলবে আরও ২০%।
- সিনেমা মুক্তির পর মিলবে শেষ ১০% অর্থ।
বাড়ানো হয়েছে অনুদানের সংখ্যা
- প্রতি অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হয়েছে।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ১০-এর বদলে ২০টি অনুদান দেওয়া হবে।
২০২৪-২৫ অর্থবছরের জন্য চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ৭ এপ্রিল বিকেল ৪টার মধ্যে প্রস্তাব জমা দিতে পারবেন।
এবারের পরিবর্তনে নির্মাতারা যেমন দীর্ঘ সময় পাবেন, তেমনি অর্থ ছাড়ের সুনির্দিষ্ট নিয়ম চলচ্চিত্রের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শেয়ার বিজনেস24.কম