facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ জুন সোমবার, ২০২৪

Walton

নিজ ফ্ল্যাটে অভিনেত্রীর মরদেহ, দরজা ভেঙে উদ্ধার


১১ জুন ২০২৪ মঙ্গলবার, ১২:২৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নিজ ফ্ল্যাটে অভিনেত্রীর মরদেহ, দরজা ভেঙে উদ্ধার

ভারতের মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রী নূর মালবিকা দাসের পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি ওয়েবসিরিজে অভিনয় করে আলোচনায় এসেছিলেন নূর মালবিকা। কাতার এয়ারওয়েজের সাবেক এই এয়ার হোস্টেস কাজলের সঙ্গে ড্রামাফিল্ম ‘দ্য ট্রায়াল’র সহঅভিনেত্রী ছিলেন।

গত বৃহস্পতিবার প্রতিবেশীরা তার ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এক সপ্তাহ আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন তিনি। বাসা থেকে মোবাইল ফোন ও ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: