facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

এনআরবিসি ব্যাংকের জালিয়াতি নিয়ে তদন্ত করবে বিএসইসি


১১ জানুয়ারি ২০২৫ শনিবার, ০৯:৫৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এনআরবিসি ব্যাংকের জালিয়াতি নিয়ে তদন্ত করবে বিএসইসি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকে জালিয়াতির বিষয়ে তদন্ত করবে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। এ কমিটি আগামী ১৩ জানুয়ারি এনআরবিসি ব্যাংকের আট উদ্যোক্তাকে তলব করেছে।

সম্প্রতি এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিএসইসির তদন্ত কমিটির সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মুহাম্মদ জিয়াউর রহমান, সহকারী পরিচালক মেহেদী হাসান রনি ও মো. হাছান। তদন্ত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এনআরবিসি ব্যাংকের যেসব উদ্যোক্তাকে তলব করা হয়েছে, তারা হলেন—ইঞ্জিনিয়ার ফরাসত আলী, ড. তৌফিক রহমান চৌধুরী, মোহাম্মদ এনায়েত, সারোয়ার জামান চৌধুরী, ইজাহারুল ইসলাম হালদার, সাখাওয়াত আলী, সোহেল আহমেদ ও সেলিনা ইসলাম।

২০২৩ সালে অনৈতিক উপায়ে এনআরবিসি ব্যাংকের বাজেয়াপ্তযোগ্য ৫ দশমিক ৬৭ শতাংশ শেয়ার চেয়ারম্যান পারভেজ তমাল ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমামের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

বিএসইসির আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এফআইসিএসডি ২০১৬ সালে মানিলন্ডারিংয়ের অপরাধে এ বি এম আব্দুল মান্নানের মালিকানাধীন ৪ কোটি ৭০ লাখ ১ হাজার ৮৮৬টি শেয়ার (পরিশোধিত মূলধনের ৫ দশমিক ৬৭ শতাংশ) বাজেয়াপ্ত ঘোষণা করেছিল। এর মধ্যে ৪ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৫১১টি স্পনসর শেয়ার ২০২৩ সালের ৩১ অক্টোবর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল ও আদনান ইমামের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে পারভেজ তমালের ব্যবসায়িক অংশীদার ও আত্মীয় শফিকুল আলম মিথুনের নামে ১ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৯৯২টি, আদনান ইমামের স্ত্রী নাদিয়া মোমিন ইমামের নামে ১ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৯০৪টি ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান শহীদুল আহসানের মেয়ে রেহনুমা আহসানের নামে ১ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৬১৫টি শেয়ার অবৈধভাবে ব্লক মার্কেটে বিক্রির মাধ্যমে হস্তান্তর করা হয়।

বিএসইসির আদেশে আরও বলা হয়েছে, যেহেতু, ওই শেয়ারগুলোতে বিনিয়োগ করা অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে জোগান দেওয়া এবং স্পনসর শেয়ার কেনাবেচা বা হস্তান্তরের জন্য বোর্ডের অনুমোদন লাগলেও এ বিষয়ে বোর্ড মিটিংয়ে কোনো আলোচনা না করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি উঠে এসেছে; সেহেতু উল্লিখিত বিষয়ে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমাম, অন্যান্য ব্যক্তি ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে অনুসন্ধান করা প্রয়োজন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: