ঢাকা   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বিশেষ প্রতিবেদন

বিশেষ প্রতিবেদন থেকে আরও খবর

মিরিঞ্জা ভ্যালীতে স্বর্গ  যেনো আকাশ থেকে নেমেছে 

মিরিঞ্জা ভ্যালীতে স্বর্গ  যেনো আকাশ থেকে নেমেছে 

সবুজ পাহাড় আমাকে বার বার ডাকে,দূরের ওই নীল আকাশ তাকিয়ে থাকে একগুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায়, আমাকে সবুজ পাহাড়ের ভেতর নিয়ে যাবার জন্য:  তাইতো ছুটে গিয়েছিলাম,সুরম্য পাহাড়মালায় মেঘেরা উড়ে উড়ে ভেসে ভেসে যেখানে বেড়াচ্ছিল,যেখানে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমিয়ে পড়ে,পাহাড়ের কত নীচে মেঘবালিকারা ভোরে ঘুমিয়ে থাকে সাগরের উর্মিমালার মতো। আর পাহাড়ভেদ করে সূর্য উদিত হলেই আস্তে আস্তে জেগে উঠে মেঘেরা ঘন কুয়াশার চাদর গুটিয়ে।সুপ্রিয় পাঠক বলছিলাম লামার মিরিঞ্জা ভ্যালির গল্প।এই পাহাড়ে যখন এই বর্ষায় যাচ্ছিলাম,নিস্তব্ধ বুনোপথে দুপাশে কেবল সবুজের অবারিত মূর্ছণা।