পর্যটন হ্রদের পাশে হোটেল নির্মাণে নিষেধাজ্ঞা পাকিস্তানের
উত্তর পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের প্রাকৃতিক হ্রদগুলোর আশপাশে আগামী পাঁচ বছরের জন্য নতুন হোটেল নির্মাণ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। পর্যটকদের প্রিয় এই এলাকা প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী আকর্ষণ করলেও, অপরিকল্পিত নির্মাণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে গিলগিট-বালতিস্তান পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষ।