আন্তর্জাতিক শ্রমিক দিবস, অর্থাৎ মে দিবস, শুধুমাত্র একটি আনুষ্ঠানিক ছুটির দিন নয়—এটি শ্রমজীবী মানুষের অধিকারের সংগ্রাম, আত্মত্যাগ ও মর্যাদার এক অনন্য প্রতীক। প্রতিবছর ১ মে উদ্যাপিত এই দিনটি বিশ্বজুড়ে শ্রমিকদের ন্যায্য দাবি ও সামাজিক ন্যায়ের পক্ষে দৃঢ় বার্তা দেয়। শিকাগোর রক্তাক্ত আন্দোলনের ইতিহাস থেকে জন্ম নেওয়া এ দিবস শ্রমিকের সম্মান প্রতিষ্ঠার আন্দোলনকে তুলে ধরে, যা আজও সমান প্রাসঙ্গিক।