facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ জুলাই শনিবার, ২০২৪

Walton

সাকিব-তামিম-মাশরাফি পেলেন ট্যাক্স কার্ড


২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০২:৫৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


সাকিব-তামিম-মাশরাফি পেলেন ট্যাক্স কার্ড

সরকারকে কর দেওয়ার দৃষ্টান্ত স্থাপনকারী অনুবর্তিতা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ট্যাক্স কার্ড দেওয়া হবে। ২০১৫-১৬ অর্থবছরে কর দেওয়ার স্বীকৃতিস্বরূপ তাদের এ ট্যাক্স কার্ড দেওয়া হবে।
 
এ প্রথমবার কোনো ক্রীড়া ব্যক্তিত্বকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগে এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে। নোটিশ অনুযায়ী ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করার কথা রয়েছে। সাকিব ও তামিম ঢাকা ট্যাক্স জোন ১-এ কর দিয়েছেন এবং মাশরাফি ঢাকা ট্যাক্স জোন ৭-এ কর দেন।
 
একবছর মেয়াদি এ ট্যাক্সকার্ডধারীরা রাষ্ট্রনিয়ন্ত্রিত বিমান বাহিনী, রেলগাড়ি ও জলপথে সিট রিজার্ভেশনে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া সরকারি হাসপাতালের কেবিন, হোটেল বুকিংয়ে অগ্রাধিকার পাবেন কার্ডধারী ও তাদের পরিবারের সদস্যরা। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, মানুষকে করদানে উৎসাহিত করতে ক্রীড়া, প্রকৌশল, মুক্তিযোদ্ধাসহ সব ক্ষেত্রের মানুষকে এ ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: