ঢাকা   শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

পাঁচ ব্যাংকে ৭৬৭ কর্মকর্তা পদে চাকরির সুযোগ

পাঁচ ব্যাংকে ৭৬৭ কর্মকর্তা পদে চাকরির সুযোগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ ও প্রবাসী কল্যান ব্যাংকে `কর্মকর্তা (ক্যাশ)` পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ি ৭৬৭টি (কম/বেশি হতে পারে) পদের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করেছে।

পদের নাম: কর্মকর্তা (ক্যাশ)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রী। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে ১টি প্রথম বিভাগ থাকতে হবে। কোন ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।

বয়স: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে (০১/০৪/২০১৮) সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ০৫/০৮/২০১৮ তারিখ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd) এ আবেদন করতে পারবেন।