২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৮:৫২ পিএম
শেয়ার বিজনেস24.কম
ন্যাশনাল ব্যাংক ও ইরা ইনফোটেক লিমিটেড ‘এন্টি মানি লন্ডারিং অ্যান্ড স্যাংশন স্ক্রিনিং সফটওয়্যারের লাইসেন্স এবং সার্ভিস লেভেল’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করে। সম্প্রতি রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকাস্থ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।
ন্যাশনাল ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো এএসএম বুলবুল এবং ইরা ইনফোটেক লিমিটেড-এর সিইও জনাব মো. সিরাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এমএ ওয়াদুদ, শাহ সৈয়দ আবদুল বারী এবং মো. ফরিদ উদ্দিন আহমেদ, ইভিপি এবং হেড অব আইটি কাজী কামাল উদ্দীন আহমেদ, এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মো. আবদুল ওহাব এবং ইরা ইনফোটেক লিমিটেড-এর হেড অব বিজনেস এএসএম নুরুন্নবী ও সিনিয়র সিস্টেম এনালিস্ট জনাব মোহসিন কবির উপস্থিত ছিলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।