
কোরবানির ঈদে ধর্মীয় রীতি মানতে স্বচ্ছলরা পশু কোরবানি করেন। এ সময় ঘরে মাংস কাটাকাটির কাজ করতে গিয়ে ঘরে দূর্গন্ধ ছড়িয়ে পরে। ঘরের মেঝে থেকে শরীর বিশেষ করে হাতে কাচা মাংস-রক্তের গন্ধ লেগে থাকে। কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে এই দূর্গন্ধ থেকে বাঁচা যায়।
প্রথমতো খেয়াল রাখতে হবে ঘরে যেন রক্তের দাগ না লাগে সে অনুযায়ী সতর্ক থেকে কাজ করা। তবে সতর্কতা অবলম্বন সত্বেও অনেক সময় রক্তের দাগ লেগে থাকে। সে ক্ষেত্রে কাজ শেষ করে যতদ্রুত সম্ভব জায়গাটি পরিষ্কার করা।
× কসুম গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে মেঝে মুছতে হবে।
× এর সাথে ভিনিগারও মিশিয়ে মোছা যেতে পারে।
× ভালো হয় স্যাভলন বা ডেটল জাতীয় জীবানু নাশক পানিতে মিশিয়ে নেয়া। এতে করে জীবাণু মক্তও হবে।
× যারা জীবাণুনাশকের গন্ধ সহ্য করতে পারেন না। তারা স্থানটি শুকানোর পরে যে কোনো ধরনের এয়ার ফ্রেশনার বা সুগন্ধি ব্যবহার করতে পারেন।
× সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার সময় লেবুর পানি ব্যবহার করা। কুসুম গরম পানিতে মেশাতে হবে লেবুর রস।