ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এপেক্স ট্যানারির বোর্ডসভা ১৬ আগস্ট

কর্পোরেট

প্রকাশিত: ১৩:০০, ৯ আগস্ট ২০১৫

আপডেট: ১৫:৩৬, ২০ জানুয়ারি ২০১৬

এপেক্স ট্যানারির বোর্ডসভা ১৬ আগস্ট

শেয়ারবিজনেস প্রতিবেদক : স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯ অনুযায়ী বোর্ডসভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারির। আগামী ১৬ আগস্ট রবিবার এ বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ১৯৮৫ সালে এপেক্স ট্যানারি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।