facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জুন শুক্রবার, ২০২৪

Walton

ইসলামিক ব্যাংকিং নিয়ে এশিয়া ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ


১০ অক্টোবর ২০১৬ সোমবার, ০৪:০১  পিএম

শেয়ার বিজনেস24.কম


ইসলামিক ব্যাংকিং নিয়ে এশিয়া ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ

ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানে উৎকর্ষতা সাধনের উদ্দেশ্যে চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের ৪৫ জন কর্মকর্তাকে ‘ইসলামিক ব্যাংকিং এবং সালামাহ অপারেশন্স’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ব্যাংক এশিয়া।
 
চট্টগ্রামের আগ্রাবাদস্থ ব্যাংক এশিয়া ভবনে শনিবার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের আগ্রাবাদ শাখার প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাহাবুল্লাহ্।
 
এসময় বক্তব্য প্রদান করেন ব্যাংক এশিয়া ভবন শাখার প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম সাইফুল ইসলাম চৌধুরী,ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল অফিসের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট (এফভিপি) মোঃ মামুন-অর-রশিদ, স্টেশনরোড শাখার প্রধান ও এফভিপি মোহাম্মদ বোরহানউদ্দিন খোন্দকার এবং স্ট্র্যান্ডরোড শাখার প্রধান ও এভিপি জনাব এম. হাসিবুল আলম।
 
ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের উপ-প্রধান ও ভিপি জনাব একেএম মীজানুর রহমান, চট্টগ্রামস্থ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান ও এফএভিপি মোঃ রেফায়েত হোসেন, ইসলামিক ব্যাংকিং সালামাহ্ সার্ভিসের প্রধান মোঃ এনামুল হক  এবং ব্যাংকের মুরাক্বিব মুহম্মদ মুনীরুল হকদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: