শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণে মেট্রো স্পিনিং লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও পরিচালকমণ্ডলীর সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। সভায় পরিচালক পর্ষদের সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি ও অনলাইনে অংশ নেন।
সভার মূল বিষয়
চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শেয়ারহোল্ডারদের কোম্পানির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
শেয়ারহোল্ডাররা মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
কোম্পানির পরিচালনা কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন।
সভা শেষে ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য পরিচালকরা শেয়ারহোল্ডারদের অব্যাহত সমর্থন ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।























