ঢাকা   সোমবার ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

মিশ্র ধারায় ডিএসই: সূচক বাড়লেও দোলাচলে বাজার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ নভেম্বর ২০২৫

মিশ্র ধারায় ডিএসই: সূচক বাড়লেও দোলাচলে বাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই লেনদেন চলছে। বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও সামগ্রিকভাবে সূচকগুলো উঠানামা করছে।

রবিবার লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায়, বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪,৮৭৬ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ডিএসইএস ১.১৬ পয়েন্ট বেড়ে ১,০১৯ পয়েন্টে উন্নীত হয়। তবে নির্বাচিত বৃহৎ মূলধনী শেয়ারের সূচক ডিএস-৩০ সামান্য ৪.০৮ পয়েন্ট কমে নেমে আসে ১,৮৭৩ পয়েন্টে

দেড় ঘণ্টায় বাজারে মোট ১৩৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এ সময় লেনদেনে থাকা কোম্পানিগুলোর মধ্যে ১৪৮টির শেয়ারদর বেড়েছে, ১২৮টির কমেছে, এবং ৯২টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

চলমান লেনদেনের এই মিশ্র ধারা বাজারে সতর্কতা ও স্বাভাবিক সংশোধন—দুই ধরনের ইঙ্গিতই দিচ্ছে, বলে মনে করছেন বিশ্লেষকরা।