ঢাকা   রোববার ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে সবুজ ফিরতি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ২৩ নভেম্বর ২০২৫

সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে সবুজ ফিরতি

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ নভেম্বর) দেশের শেয়ারবাজারে প্রাণ ফিরে এসেছে। আগের সপ্তাহের শেষ দিনে সূচক নেমে গেলেও নতুন সপ্তাহ শুরু হয়েছে ইতিবাচক পরিবেশে। লেনদেন শুরুর পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও দিনের শেষদিকে বাজার সবুজে বন্ধ হয়েছে, বিক্রির চাপ কমে যাওয়া এবং অধিকাংশ শেয়ারের দর বেড়ে যাওয়ায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগের দিনের চাপের পর শেয়ারগুলো তুলনামূলকভাবে আকর্ষণীয় মূল্যে নেমে আসায় বিনিয়োগকারীরা সক্রিয়ভাবে বাজারে ফিরে এসেছেন। তাদের মতে, আজকের ইতিবাচক সূচক বাজারে আস্থার পুনরুদ্ধারের বার্তা দিচ্ছে এবং এ ধারা আগামীদিনেও অব্যাহত থাকতে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে ৪,৯১৫.৭৪ পয়েন্টে, ডিএসইএস বেড়ে দাঁড়িয়েছে ১,২৭.৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৮ পয়েন্ট উত্থান করে ১,৮৮৩.২৫ পয়েন্টে। এদিন ৩৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে, যার মধ্যে ২৫০টির দর বেড়েছে, ৮৪টির কমেছে এবং ৪৭টির স্থিতিশীল ছিল। মোট লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার তুলনায় কম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট, আগেরদিন যা ছিল ৭ কোটি ৩৮ লাখ টাকা। সিএসইতে লেনদেন করা ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির দর বেড়েছে, ৫৫টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত ছিল। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.২৩ পয়েন্ট বেড়ে ১৩,৬৮০.৩৬ পয়েন্টে অবস্থান করেছে, যা আগেরদিনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।