ঢাকা   সোমবার ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

জেড শেয়ারে ক্রেতার চাপ, বিক্রেতা নেই

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ২৩ নভেম্বর ২০২৫

জেড শেয়ারে ক্রেতার চাপ, বিক্রেতা নেই

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজারে সামান্য পতনের মধ্যেও একঘণ্টার মাথায় অস্বাভাবিক চাহিদার চিত্র দেখা যায় ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে। ডজনেরও বেশি কোম্পানির শেয়ারে তীব্র বিক্রেতা সংকট তৈরি হয়—ক্রেতারা লুফে নিতে চাইছে, কিন্তু বিক্রি করতে রাজি কেউই নেই। ফলে শেয়ারগুলো তাদের সর্বোচ্চ সার্কিটে আটকে যায়।

বিক্রেতা সংকট দেখা দেওয়া কোম্পানিগুলোর তালিকায় রয়েছে—অ্যাপেলো ইস্পাত, বিআইএফসি, ফাস ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, খুলনা প্রিন্টিং, নূরানী ডাইং, প্রিমিয়ার লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, রিং শাইন, রিজেন্ট টেক্সটাইল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এর মধ্যে ইনটেক অনলাইন ‘বি’ ক্যাটাগরির হলেও বাকি সব শেয়ারই ‘জেড’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

বাজার বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট দামে বিক্রির আগ্রহ না থাকাই বিক্রেতা সংকটের মূল কারণ। সাধারণত জল্পনাভিত্তিক (স্পেকুলেটিভ) চাহিদা বাড়লে এমন পরিস্থিতি দেখা দেয়। জেড ক্যাটাগরির শেয়ারে হঠাৎ চাহিদা বাড়াকে কেউ কেউ বাজারের স্বল্পমেয়াদি ইতিবাচক সংকেত হিসেবে দেখলেও, বেশিরভাগ ক্ষেত্রে এটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ এবং দ্রুত দরপতনের ঝুঁকি তৈরি করে।