ঢাকা   সোমবার ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

ফ্যাস ফাইন্যান্সের শেয়ারদর রাউন্ডিং করল ডিএসই

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২৩ নভেম্বর ২০২৫

ফ্যাস ফাইন্যান্সের শেয়ারদর রাউন্ডিং করল ডিএসই

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর ‘রাউন্ডিং’ করার ঘোষণা দিয়েছে। সমাপ্তি মূল্যের হিসাব–ত্রুটির কারণে শেয়ারদর দশমিকের পরে অগোছালো হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয় এক্সচেঞ্জ। রেফারেন্স মূল্য ঠিক করে শেয়ারদরটিকে টিক সাইজ–অনুযায়ী রাউন্ডিং করার মাধ্যমে ডিএসই বাজারে স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে চায়।

বর্তমানে ডিএসই–তে ইক্যুইটি সিকিউরিটিজের জন্য টিক সাইজ ১০ পয়সা, অর্থাৎ শেয়ারের দাম ১০ পয়সার গুণিতকে উঠানামা করবে। কিন্তু ফ্যাস ফাইন্যান্সের শেষদিকের লেনদেন মূল্য প্রক্রিয়ায় গাণিতিক অসামঞ্জস্য দেখা দেওয়ায় তা এই নিয়মের বাইরে চলে যায়। এ ধরনের ‘আনরাউন্ডেড’ মূল্য বাজারে লেনদেন শুরু হলে দাম ওঠানামায় সমস্যা তৈরি করতে পারে।

এ কারণেই ডিএসই নির্দিষ্ট রেফারেন্স মূল্যের ভিত্তিতে শেয়ারদর রাউন্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। মূল্যকে টিক সাইজ–সঙ্গতিপূর্ণ করার ফলে লেনদেন আরও স্বাভাবিক হবে এবং মূল্য বিকৃতি বা প্রযুক্তিগত জটিলতা এড়ানো যাবে।
বাজার বিশ্লেষকদের মতে, এই ধরনের সময়োপযোগী প্রযুক্তিগত হস্তক্ষেপ বাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে জরুরি। যদিও পদক্ষেপটি একক কোম্পানির জন্য নেওয়া হয়েছে, তবে এটি সামগ্রিকভাবে বাজারের কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।