শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে বোর্ড সভায় বসছে। সভায় কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে বলে জানিয়েছে লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ডিএসই।
গত বছর ২০২৪ সালে কোম্পানিটি মাত্র ০.২৫% ক্যাশ ডিভিডেন্ড দিতে পেরেছিল। তখন শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৫ পয়সা।
নতুন অর্থবছরেও কোম্পানির আর্থিক চিত্র খুব একটা সুবিধাজনক নয়। ২০২৪–২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই’২৪–মার্চ’২৫) শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৪৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৫ পয়সা।
বিনিয়োগকারীরা এখন অপেক্ষায়—কোম্পানি এবার কত ডিভিডেন্ড ঘোষণা করতে পারে, আর লোকসানের ধারাবাহিকতা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না।
























