ঢাকা   সোমবার ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

চলতি সপ্তাহে ডিভিডেন্ড–ইপিএস প্রকাশে ব্যস্ত ৫ কোম্পানি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ২৩ নভেম্বর ২০২৫

চলতি সপ্তাহে ডিভিডেন্ড–ইপিএস প্রকাশে ব্যস্ত ৫ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি গুরুত্বপূর্ণ কোম্পানি চলতি সপ্তাহে (২৩–২৭ নভেম্বর) ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করতে যাচ্ছে। ডিএসই-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, যেসব কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন উন্মোচন করবে সেগুলো হলো— ইস্টার্ন ক্যাবলস, গোল্ডেন সন, ফরচুন সুজ, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং এসএমই প্ল্যাটফর্মের আছিয়া সি ফুডস।

এর মধ্যে ইস্টার্ন ক্যাবলস ছাড়া বাকি চার কোম্পানি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।
অন্যদিকে ইস্টার্ন ক্যাবলস প্রকাশ করবে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ফলাফল।

কোন দিনে কোন কোম্পানির বোর্ড সভা?

২৩ নভেম্বর

বিকাল ৩:৩০ — বিডি থাই অ্যালুমিনিয়াম

 ২৪ নভেম্বর

বিকাল ৪:৩০ — ফরচুন সুজ (ডিভিডেন্ড ঘোষণা)

 ২৫ নভেম্বর (খবরে ১৫ নভেম্বর বলা হয়েছে—সম্ভবত টাইপো; ২৫ নভেম্বর ধরে সাজানো হলো)

বিকাল ৩:৩০ — ইস্টার্ন ক্যাবলস (প্রথম প্রান্তিকের ইপিএস)

বিকাল ৪:০০ — গোল্ডেন সন

বিকাল ৪:০০ — আছিয়া সি ফুডস

চলতি সপ্তাহে ধারাবাহিক বোর্ড সভার কারণে এসব শেয়ারে বাড়তে পারে বিনিয়োগকারীদের আগ্রহ। ডিভিডেন্ড ঘোষণা ও শক্তিশালী ইপিএস বাজারে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।