বিদায়ী সপ্তাহে (১৬–২০ নভেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট সাতটি কোম্পানি ৩০ জুন ২০২৫ অর্থবছরের জন্য তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে। করপোরেট আয় ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে এসব কোম্পানির ডিভিডেন্ড ঘোষণাকে বিনিয়োগকারীরা ইতিবাচক হিসেবে দেখছেন। ডিভিডেন্ড সিজন শুরু হওয়ায় বাজারে নতুন প্রাণ ফেরারও ইঙ্গিত মিলছে।
ঘোষণা দেওয়া কোম্পানিগুলো হলো—
-
ইস্টার্ন লুব্রিকেন্টস,
-
কোয়েস্ট বিডিসি,
-
ইন্ট্রাকো,
-
সোনালী আঁশ,
-
সিলকো ফার্মা,
-
এনার্জিপ্যাক,
-
এবং ইন্দো-বাংলা ফার্মা।
প্রতিটি কোম্পানি তাদের বার্ষিক আয়, ভবিষ্যৎ পরিকল্পনা ও শেয়ারহোল্ডারদের অংশীদারিত্বের ভিত্তিতে ডিভিডেন্ড নির্ধারণ করেছে। এসব ঘোষণার ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে সক্রিয়তা বাড়তে পারে বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন।
























