ঢাকা   মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

উৎপাদন বাড়াতে অরিয়ন ইনফিউশনের নতুন প্রকল্প—বিনিয়োগ ২০.৫০ কোটি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ১১ নভেম্বর ২০২৫

উৎপাদন বাড়াতে অরিয়ন ইনফিউশনের নতুন প্রকল্প—বিনিয়োগ ২০.৫০ কোটি

দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা চাহিদা পূরণে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে অরিয়ন ইনফিউশন লিমিটেড। ইন্ট্রাভেনাস (আইভি) ফ্লুইডসের উৎপাদন বাড়াতে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে ২০ কোটি ৫০ লাখ টাকার বিনিয়োগ পরিকল্পনা। চলতি মূলধনের যোগানসহ এই বিনিয়োগে রূপগঞ্জের মাইকুলি প্ল্যান্টে নতুন উৎপাদন লাইন স্থাপন করা হবে। সম্পূর্ণ অর্থায়ন আসবে কোম্পানির নিজস্ব তহবিল থেকে, আর প্রকল্প শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে

নতুন লাইন চালু হলে উৎপাদন সক্ষমতা বাড়বে প্রায় ৩০ শতাংশ, যা দেশের হাসপাতাল ও ক্লিনিকে আইভি ফ্লুইডসের বাড়তি চাহিদা মোকাবেলায় বড় অবদান রাখবে। এই সম্প্রসারণ থেকে বছরে বাড়তি ২৫ কোটি ৫০ লাখ টাকা বিক্রয় আয় প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি, যা লাভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, চলতি অর্থবছর (২০২৪-২৫) এর জন্য অরিয়ন ইনফিউশন ঘোষণা করেছে ২০% ক্যাশ ডিভিডেন্ড। তবে কোম্পানির বর্তমান ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের তুলনায় কম। অন্যদিকে, শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ২ পয়সা

বিনিয়োগ ও ডিভিডেন্ড ঘোষণার ইতিবাচক প্রভাবে বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়ে গেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে অরিয়ন ইনফিউশনের শেয়ারদর আজ ৩.৭১% বেড়ে ৩৮৮.৮০ টাকায় বন্ধ হয়েছে।

দেশের অন্যতম শীর্ষ আইভি ফ্লুইডস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে অরিয়ন ইনফিউশন এই সম্প্রসারণের মাধ্যমে বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে—এমনই আশা করছেন বিনিয়োগকারীরা।