ঢাকা   রোববার ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা উধাও! আর্থিক খাতে তোলপাড়

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৯ নভেম্বর ২০২৫

ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা উধাও! আর্থিক খাতে তোলপাড়

অবৈধ প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ৬৭ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ—কোনো বৈধ জামানত ছাড়াই প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ ঋণ অনুমোদন ও অর্থ আত্মসাতের মাধ্যমে ব্যাংকটিকে বিপুল ক্ষতির মুখে ফেলা হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এটি দেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় ঋণ জালিয়াতি মামলা হতে যাচ্ছে। মামলার তদন্তে অর্থপাচার, ভুয়া প্রতিষ্ঠান তৈরি এবং বিদেশে অর্থ স্থানান্তরের প্রমাণও খতিয়ে দেখা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।