ঢাকা   শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

আইপিও লুটে ২৭৫ কোটি উধাও: রিং শাইন কেলেঙ্কারিতে বিদেশি–দেশি ১০ জন আটকা

আইপিও লুটে ২৭৫ কোটি উধাও: রিং শাইন কেলেঙ্কারিতে বিদেশি–দেশি ১০ জন আটকা

শেয়ারবাজারে রিং শাইন টেক্সটাইলের আলোচিত আইপিও জালিয়াতিতে বড় পদক্ষেপ। ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ বিদেশিসহ মোট ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। মামলাটি দুদকের প্রধান কার্যালয়ে তদন্তাধীন।

তদন্তে উঠে এসেছে—ভুয়া শেয়ারহোল্ডার ও জাল কাগজপত্র ব্যবহার করে রিং শাইনকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা হয়। এতে বিনিয়োগকারীদের অর্থ থেকে ২৭৫ কোটি টাকা আত্মসাত করা হয়েছে।

দুদকের দাবি, ফার গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুক এই অর্থের ৪০–৬০% নিজের নিয়ন্ত্রণে নেন। এই কেলেঙ্কারিতে বহু বিদেশি কর্মকর্তা সরাসরি জড়িত।

নিষেধাজ্ঞায় থাকা বিদেশিরা হলেন:
সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, শিয়াও লিউ ই চি, চুক কোয়ান, শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং সুং ওয়ে মিন।

আদালতের আদেশ অনুযায়ী, কোম্পানির বিদেশি চেয়ারম্যান, পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের দেশের বাইরে যাওয়ার পথ আপাতত বন্ধ।

  • অভিযোগ: আইপিও জালিয়াতি, টাকা আত্মসাত ২৭৫ কোটি

  • আইনগত পদক্ষেপ: ১০ জনের বিদেশযাত্রা নিষেধাজ্ঞা

  • মূল ব্যক্তি: ফার গ্রুপ চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক

  • তদন্তকারী সংস্থা: দুদক

  • বিদেশি অভিযুক্ত: ৯ জন