ঢাকা   শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

আইপিও বিধিমালায় যুগান্তকারী পরিবর্তনে মতামত চায় বিএসইসি

আইপিও বিধিমালায় যুগান্তকারী পরিবর্তনে মতামত চায় বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে ইকুইটি সিকিউরিটিজের পাবলিক অফার (আইপিও) সংক্রান্ত নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কমিশন ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’-এর খসড়া প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত খসড়াটি ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে মতামত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

খসড়াটি নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে

https://sec.gov.bd/crequest/Draft_on_the_Bangladesh_Securities_and_Exchange_Commission_(Public_Offer_of_Equity_Securities)_Rules,_2025_30.10.2025.pdf

এ ছাড়া খসড়ার কিউআর কোডও বিজ্ঞপ্তিতে যুক্ত করা হয়েছে, যা স্ক্যান করে সরাসরি নথিটি দেখা যাবে।

মতামত, পরামর্শ বা আপত্তি পাঠানোর ঠিকানা

চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭।ই-মেইল: [email protected] এবং প্রতিলিপি: [email protected]