চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রবি আজিয়াটা পিএলসি ২৪২ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা (পিএটি) অর্জন করেছে। চলতি অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মুনাফার ধারাবাহিকতা বজায় রেখে রবি তার দক্ষ ব্যবস্থাপনার প্রমাণ দিয়েছে।
তৃতীয় প্রান্তিকে রবি মোট রাজস্ব আয় করেছে ২,৫১১ কোটি টাকা, যা আগের প্রান্তিকের তুলনায় ১.৭% কম, কিন্তু ২০২৪ সালের একই প্রান্তিকের তুলনায় ১.৫% বেড়েছে। কর-পরবর্তী মুনাফা আগের বছরের তুলনায় ২৮.৪% বৃদ্ধি পেয়েছে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, “দীর্ঘায়িত বর্ষাকাল গ্রাহকদের সেবা খরচে প্রভাব ফেললেও আমাদের ব্যয় ব্যবস্থাপনায় ভালো অগ্রগতি হয়েছে। আমরা ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী।”
তৃতীয় প্রান্তিকে রবি সরকারের কোষাগারে ১,৩৮২ কোটি টাকা জমা দিয়েছে। কোম্পানির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৭৫ লাখ, ডেটা গ্রাহক ৪ কোটি ৪৮ লাখ, আর ফোরজি গ্রাহক ৩ কোটি ৯৬ লাখ। ফোরজি কভারেজ দেশের সর্বোচ্চ, ৯৮.৯৮% মানুষের মধ্যে পৌঁছেছে।
রবি আজিয়াটা ধারাবাহিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনের মাধ্যমে টেলিকম খাতে তার নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে।
























