ঢাকা   বুধবার ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

আইএসএন ঘোষণা করলো ‘নো ডিভিডেন্ড’, শেয়ারপ্রতি লোকসান ৪৩ পয়সা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২২ অক্টোবর ২০২৫

আইএসএন ঘোষণা করলো ‘নো ডিভিডেন্ড’, শেয়ারপ্রতি লোকসান ৪৩ পয়সা

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক (আইএসএন) ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। আগের বছর কোম্পানিটি ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান করেছে ৪৩ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১২ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ১৬ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪৭ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২ টাকা ৪২ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৯৬ পয়সা। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায়, এবং রেকর্ড ডেট ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।