
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালেও কোম্পানিটি একই হারে ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি সচিব সানজিব বরণ রায় ডিভিডেন্ডের তথ্য নিশ্চিত করেছেন।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ২৪ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ৮৯ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৫ টাকা ২৫ পয়সা, যা আগের বছর তা ছিল মাইনাস ১২ টাকা ৫৯ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৮৬পয়সা, যা আগের বছর ছিল ৫১ টাকা ৮২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর বিকাল ৪টায়। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।