
চলতি অর্থবছরের শুরুতেই শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসার সুস্পষ্ট ইঙ্গিত ছিল। সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাস পর্যন্ত সূচক এবং টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধির নতুন রেকর্ডও সৃষ্টি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই যেন ছন্দপতন! গত কিছুদিন ধরে বাজারে ধারাবাহিক দরপতন লেগেই আছে। মাঝে মধ্যে বাজার ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আভাস দিলেও, বাস্তবে সেই চিত্র দেখা যাচ্ছে না। এই লাগাতার পতনের কারণে সূচক এবং লেনদেন উভয়ই প্রায় তলানিতে এসে ঠেকেছে। এমতাবস্থায়, বাজারের এই ধারাবাহিক দরপতনের নেপথ্যের গভীর কারণগুলো খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও উদ্বিগ্ন বিনিয়োগকারীরা।
সাধারণত, জুন ক্লোজিং কোম্পানিগুলো পর্যায়ক্রমে বোর্ড সভার মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণা শুরু করলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে অনেক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করছে এবং আরও অনেকে ঘোষণার অপেক্ষায় আছে। এমন পরিস্থিতিতে বাজার ঘুরে দাঁড়ানোই ছিল স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাজারে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র! এই ধারাবাহিক দরপতনের ফলে একদিকে যেমন বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ ক্রমশ বাড়ছে, তেমনি অন্যদিকে বাজারের প্রতি তাদের আস্থাও তলানিতে ঠেকছে। তাই, বাজারের এই অস্বাভাবিক ও ধারাবাহিক পতনের মূল কারণগুলো দ্রুত চিহ্নিত করে শেয়ারবাজারের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থাকে আর দেরি না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮০.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬.৫১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২০.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১.৩৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৮.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৭.০৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৩টির দর বেড়েছে, ৩২৮টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৮৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬০৬ কোটি ৪২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১১৮ কোটি ৮০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০টির, কমেছে ১৩৮টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮০.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৩.২৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫২.৮১ পয়েন্ট কমেছিল।