
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মুনসিফ আলী ধারাবাহিকভাবে নিজের হাতে থাকা শেয়ার বিক্রি করে আসছেন। সর্বশেষ ১৫ অক্টোবর ২০২৫ তারিখে তিনি পূর্বঘোষণা অনুযায়ী আরও ১৭ লাখ ৩৬ হাজার ৫০৩টি শেয়ার বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিক্রি সম্পন্ন করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে তিনি মোট ১ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার ধারণ করতেন, যার প্রায় সবকটিই বিক্রি করে দিয়েছেন। এই ধারাবাহিক বিক্রি বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, উদ্যোক্তা পরিচালকের বড় আকারের শেয়ার বিক্রি সাধারণত আস্থার সংকট ও বিক্রির চাপ তৈরি করে, যা শেয়ারের দরে প্রভাব ফেলতে পারে। তবে ইতিবাচক দিক হলো, মুনসিফ আলী তার বিক্রির প্রক্রিয়াটি ডিএসইতে ঘোষণা দিয়ে স্বচ্ছভাবে সম্পন্ন করেছেন, ফলে বাজারে তারল্য ও লেনদেনের সুযোগ কিছুটা বেড়েছে।
বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময়ে উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘটনা ঘন ঘন ঘটায় বিনিয়োগকারীরা এখন এটিকে নিয়মিত বাজারপ্রবণতা হিসেবেই দেখছেন, ফলে এর নেতিবাচক প্রভাব তুলনামূলকভাবে কমেছে।