ঢাকা   বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের ক্যাটাগরি উন্নয়ন

একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের ক্যাটাগরি উন্নয়ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানি— জনতা ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড‘জেড’ ক্যাটাগরি তালিকা থেকে ‘এ’ ক্যাটাগরি তালিকায় অবস্থান নিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) সকালে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স প্রথমে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয় এবং ওইদিন থেকেই নতুন ক্যাটাগরিতে শেয়ার লেনদেন শুরু করে। একইদিন বিকেলে জনতা ইন্স্যুরেন্স-এর ক্যাটাগরি পরিবর্তনের ঘোষণা দেয় ডিএসই। কোম্পানিটির শেয়ার আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সফলভাবে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করেছে কোম্পানিটি। এই ডিভিডেন্ড বিতরণের আইনগত বাধ্যবাধকতা পূরণের ফলেই পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গিয়েছিল।

জনতা ইন্স্যুরেন্স

একইদিন বিকেলে ডিএসই জনতা ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তনের ঘোষণা দেয়। কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত সব বাধ্যবাধকতা পূরণ করায় এটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ঘোষণা করেছিল। এরমধ্যে ছিল ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ বোনাস।

ডিএসই’র নিয়ম অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের পর প্রথম সাত কর্মদিবস পর্যন্ত এই দুটি কোম্পানির শেয়ার মার্জিন লোন সুবিধায় কেনা যাবে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে সতর্ক করেছে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।