
দেশের বৃহত্তম বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজে ৫০ কোটি টাকার ঋণ সংগ্রহ করেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের আমিন কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে অংশ নেয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। ঋণটি প্রদান করা হয়েছে ‘ফুড ভ্যালু চেইন ইম্প্রুভমেন্ট প্রোজেক্ট (এফভিসিআইপি)’-এর আওতায়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো মূল্য-সংবেদনশীল তথ্যে জানানো হয়েছে, প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে নারায়ণগঞ্জের ইউনিট-১ (ললতি, কাঁচপুর, সোনারগাঁও) এবং ইউনিট-২ (মদনপুর, বন্দর) কারখানার বিএমআরই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপানশন) প্রকল্পে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে স্থানীয় বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি আঞ্চলিক খাদ্য শিল্পে প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী করা হবে। কোম্পানির মতে, এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য একটি কৌশলগত মাইলফলক হিসেবে কাজ করবে।