ঢাকা   সোমবার ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

এক্সিম ব্যাংকের নতুন ঋণ আদায় পদ্ধতি ব্যাংকিং জগতে আলোড়ন সৃষ্টি করেছে

এক্সিম ব্যাংকের নতুন ঋণ আদায় পদ্ধতি ব্যাংকিং জগতে আলোড়ন সৃষ্টি করেছে

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে আর্থিক সংকটে পড়ায় অন্তর্বর্তী সরকারের ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে একীভূতকরণের আলোচনায় উঠে আসে শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের নাম। তবে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে ব্যাংকটি ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনায় মনোযোগ দিচ্ছে।

সম্প্রতি খেলাপি ঋণ পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নেয় এক্সিম ব্যাংক। ব্যাংকটির কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে ঋণগ্রহীতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, এমনকি ব্যানার নিয়ে বন্ধকী সম্পত্তির সামনে দাঁড়িয়ে ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করছেন। ব্যাংকের ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান মো. আসাদ মালেকের নেতৃত্বে গঠিত রিকভারি টিম এই কার্যক্রম পরিচালনা করছে।

ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানান, এই পদ্ধতি সম্পূর্ণ আইনি ও সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং মূল লক্ষ্য হচ্ছে খেলাপিদের মানসিকভাবে ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করা। ইতোমধ্যে এই উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এক্সিম ব্যাংকের এই কার্যক্রম অন্যান্য ব্যাংকের জন্যও অনুসরণযোগ্য হতে পারে, বিশেষ করে যখন ব্যাংক খাত খেলাপি ঋণের চাপের মুখে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) অনুযায়ী, এক্সিম ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের প্রায় ৪৮.২০ শতাংশই খেলাপি, যার পরিমাণ ২৫ হাজার ১০১ কোটি টাকা। প্রভিশন ঘাটতি রয়েছে ১৫ হাজার ১১৭ কোটি টাকা। তবে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বর ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত প্রায় ৮ হাজার ১৯৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে।