
শেয়ার বাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড তাদের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কোম্পানিগুলো হচ্ছে-আইসিবি ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড,আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড,আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড,প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড,আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান,আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড
প্রতিটি ফান্ডের নির্ধারিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিভিডেন্ড সংক্রান্ত প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট ২০২৫।
আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ২০২৪‑২৫ অর্থ বছরে শেয়ারপ্রতি লোকসান করেছে (০.০২) টাকা। ৩০ জুন পর্যন্ত ফান্ডটির শেয়ারপ্রতি নিট দায়মূল্য এনএভিপিএস ছিল ৭.২৬ টাকা।
আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান শেয়ারপ্রতি লোকসান করেছে (০.৩২) টাকা। ৩০ জুন পর্যন্ত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬.৮০ টাকা।
প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড শেয়ারপ্রতি (০.২৮) টাকা লোকসান করে। এনএভিপিএস ছিল ৭.৬২ টাকা।
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওই বছর শেয়ারপ্রতি (০.১৫) টাকা লোকসান করেছে, আর এনএভিপিএস দাঁড়িয়েছে ৮.০৮ টাকা।
আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড শেয়ারপ্রতি (০.০৪) টাকা লোকসান করেছে। এনএভিপিএস ছিল ৮.২৩ টাকা।
তবে আইসিবি ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, যেখানে শেয়ারপ্রতি ০.৩৬ টাকা মুনাফা থাকার পরেও বোর্ড কোনো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেনি। ফান্ডটির ৩০ জুন অবধি এনএভিপিএস ছিল ৯.০০ টাকা।