ঢাকা   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ছুটির পর ছয় কোম্পানির শেয়ার কেনার ঝোঁক

শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ১৮ আগস্ট ২০১৯

আপডেট: ১৪:০৭, ১৯ আগস্ট ২০১৯

ছুটির পর ছয় কোম্পানির শেয়ার কেনার ঝোঁক

ঈদুল আজহার নয়দিন ছুটির পর আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা সংকটে ৬ কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হল- এসিআই, এসিআই ফরমুলেশন, বিডি ওয়েল্ডিং, বিআইএফসি, লিবরা ইনফিউশন এবং তাল্লু স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসিআই লিমিটেডের শেয়ার দর আজ ৮.৭৪ শতাংশ বা ২৪.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩০২.৪০ টাকায় লেনদেন হয়। এসিআই ফরমুলেশনের শেয়ার দর সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বা ১৪.৯০ টাকা ‍বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৬৩.৯০ টাকায় লেনদেন হয়।

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দরও সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বা ১.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৯.৮০ টাকায় লেনদেন হয়। বিআইএফসি’র শেয়ার দর ৯.০৯ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.৬০ টাকায় লেনদেন হয়।

লিবরা ইনফিউশনের শেয়ার দর ৭.৪৯ শতাংশ বা ৬৮.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯৮১.১০ টাকায় লেনদেন হয়। এছাড়া তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ৭.৮৯ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪.১০ টাকায় লেনদেন হয়।