ঢাকা   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

তরুনদের সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখতে হবে: ভিয়েনা ডিস্ট্রিক্ট কাউন্সিলর নয়ন

জাতীয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১২:৫৬, ১৭ জুলাই ২০২৫

তরুনদের সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখতে হবে: ভিয়েনা ডিস্ট্রিক্ট কাউন্সিলর নয়ন

তরুনদের সমাজসেবায় ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশদ্ভূত অস্ট্রিয়ার তরুণ ও উদীয়মান রাজনীতিবিদ এবং ভিয়েনা শহরের  ২৩ নং ডিস্ট্রিক্ট কাউন্সিলর মো. মাহমুদুর রহমান নয়ন।  বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমানের বাংলাদেশ সফর উপলক্ষে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল নিউজ কালেকশন ফাউন্ডেশন (এনএনসি)।

এনএনসির সভাপতি মো: মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিইউজের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক কায়কোবাদ মিলন, রিশান নাসরুল্লাহ, তারিকুল ইসলাম মাসুম, এনএনসি ফাউন্ডেশন ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির ভুঁইয়া প্রমুখ।

মাহমুদুর রহমান নয়ন মেধা, যোগ্যতা ও সাহসিকতায় এখন সগৌরবে প্রতিষ্ঠিত। ২০১৩ সালে তিনি ছাত্রাবস্থায় অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। মাত্র ২৩ বছর বয়সেই তিনি অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। ২০১৭ সালে লন্ডনে মাস্টার্স করার সময়ই তিনি অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে জাতীয় সংসদ নির্বাচন করে পরাজিত হন। এরপর, ২০২০ সালে ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। ২০২৫ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য কাউন্সিলর নির্বাচিত হন।

তিনি একজন আইটি বিশেষজ্ঞ এবং একটি আইটি কোম্পানির কর্ণধার। তাদের একটি শাখা বাংলাদেশে প্রতিষ্ঠা করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।