
স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে আজ বুধবার দুপুর থেকে ঢাকার শাহবাগ মোড়ে বিক্ষোভে নামে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা। বেলা দুইটার পর তাঁরা শাহবাগ মোড় অবরোধ করলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের এই কর্মসূচির ফলে শাহবাগসহ আশপাশের মৎস্য ভবন, কাকরাইল, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, সকালেই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে এক দফা দাবিতে সমাবেশ করেন তাঁরা। সমাধানের জন্য কাউন্সিলকে এক ঘণ্টার সময়সীমা দিলেও কোনো আশ্বাস না পাওয়ায় বাধ্য হয়ে শাহবাগ অবরোধে যান। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে কাকরাইল মোড় অবরোধ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার আবদুল হান্নান জানান, শাহবাগ ও কাকরাইলের দুটি গুরুত্বপূর্ণ ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় ওই রুটে চলাচলকারী গাড়িগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দিতে হচ্ছে। ফলে রাজধানীর মূল সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে গেছে। বিকেল থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, এমনকি মানিক মিয়া অ্যাভিনিউ ও খামারবাড়ি মোড় পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবস্থা অব্যাহত ছিল।