রাজশাহী মহানগরীর মতিহার থানার শাহাপুর এলাকায় একই কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া দুই বান্ধবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো শম্পা ও নুপুর। তারা দুজনই বেলঘরিয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার বিকেলে দুই বান্ধবী বাইরে থেকে এসে ঘরের ভেতরে ঢোকে। সন্ধ্যা হয়ে গেলেও তারা ঘরের দরজা না খুললে বাড়ির লোকজনের সন্দেহ হয়। এরপর ঘরের দরজা ভেঙে তাদের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ওই এলাকার মুক্তার হোসেনের মেয়ে শম্পা। মুক্তার হোসেনের বাড়িতেই ঘটনাটি। ওই ঘর থেকে একটি ‘সুইসাইড’ নোট পাওয়া গেছে। তারা আত্মহত্যার কারণ খুঁজে দেখছেন বলে জানান।
শেয়ার বিজনেস24.কম
























