
মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ভৈরব নদীতে পানির নিচ থেকে তেলজাতীয় একটি পদার্থ ভেসে উঠছে। আজ মঙ্গলবার সকালে বন্দর গ্রামের কফি হাউজ সংলগ্ন নদীর অংশে এ দৃশ্য প্রথম চোখে পড়ে, যা স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।
বিষয়টি দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করেন। ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দা সিতাব আলী জানান, নদীর কিনার ঘেঁষে হাঁটু সমান পানির নিচ থেকে কয়েকদিন ধরেই তেলজাতীয় কিছু একটা উঠছে। আজ সকাল থেকে এটা বেশি করে দেখা যাচ্ছে। পদার্থটির গন্ধ অনেকটা ডিজেলের মতো।
গ্রামের বালক মিন্টু মিয়া বলেন, বাঁশের লাঠি দিয়ে চেপে দেখেছি, পানির নিচ থেকে তেল জাতীয় কিছু বেরিয়ে আসছে। আমি নিজে হাতে পরীক্ষা করে বুঝেছি এটা ডিজেল হতে পারে।
আরেক স্থানীয় বাসিন্দা হরেজ শেখ বলেন, এটা যদি প্রকৃত অর্থে তেল হয়, তাহলে বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখুক। এখানে যদি প্রাকৃতিকভাবে তেলের উৎস থাকে, তাহলে দেশের জন্য তা হবে অর্থনৈতিকভাবে লাভজনক।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক বলেন, ‘আমরা সরেজমিনে গিয়ে দেখেছি- নদীর পানির ওপরে তেলজাতীয় কিছু ভাসছে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এটি হয়তো কোনো প্রাকৃতিক তেলের উৎস হতে পারে। তবে কিছু মানুষ বলছে, নদী খননের সময় একটি স্কেভেটর নষ্ট হয়েছিল, সেখান থেকেই তেল লিক হতে পারে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগত করেছি। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’