ঢাকা   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিডিংয়ের অনুমোদন পেল বারাকা পতেঙ্গা

কর্পোরেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮, ৫ জানুয়ারি ২০২১

বিডিংয়ের অনুমোদন পেল বারাকা পতেঙ্গা

 

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের বিডিংয়ের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনর (বিএসইসি)।

আজ মঙ্গলবার ৫ জানুয়ারি কমিশনের নিয়মিত ৭৫৫তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুক বিল্ডিং পদ্ধতিতে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এই অর্থ দিয়ে কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি ও বারাকা পাওয়ারে বিনিয়োগ করবে। একই সঙ্গে আংশিক দীর্ঘ মেয়াদী ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

৩০ জুন, ২০২০ অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় ৪ টাকা ৩৭ পয়সা। আর এককভাবে ইপিএস ১ টাকা ৮৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৩ টাকা।

কোম্পানিটিকে দুটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো আগামী ৫ বছর বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি করতে পারবে না। অন্যদিকে সব সময় সহযোগী কোম্পানিতে ন্যূনতম ৫১ শতাংশের বেশি বিনিয়োগ থাকতে হবে।

 

শেয়ার বিজনেস24.কম