শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি তাদের আসন্ন ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)–এর ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য কারণে পূর্বনির্ধারিত করপোরেট অফিস, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা–এর ঠিকানা পরিবর্তন করে এখন ‘দ্য অ্যাট্রিয়াম রেস্টুরেন্ট, ৫০ ও ৫২ প্রগতি সরণি, ব্লক-জে, বারিধারা, ঢাকা-১২১২’ ঠিকানায় সভা অনুষ্ঠিত হবে।
ভেন্যু পরিবর্তন সত্ত্বেও সভার তারিখ, সময় এবং অন্যান্য বিষয়বস্তু আগের মতোই অপরিবর্তিত থাকবে। শেয়ারহোল্ডারদের কেবল নতুন ঠিকানায় সভায় যোগ দিতে হবে। আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২:৩০ টায় হাইব্রিড এজিএম অনুষ্ঠিত হবে, যেখানে শেয়ারহোল্ডারদের সম্মতির মাধ্যমে সমাপ্ত অর্থ বছরের ডিভিডেন্ড ও বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদিত হবে।
উল্লেখ্য, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ারপ্রতি আয় (EPS) ৩ টাকা ৬০ পয়সা, শেয়ারপ্রতি নগদ প্রবাহ ৫৮ পয়সা, এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) ৭৪ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরে যথাক্রমে EPS ছিল ২ টাকা ৫২ পয়সা এবং নগদ প্রবাহ ১ টাকা ২৭ পয়সা।
























