ঢাকা   বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রাহায়ণ ১৪৩২

বড় ধাক্কা সমতা লেদারে—তৃতীয় প্রান্তিকে লোকসানে ফিরল কোম্পানি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ২০ নভেম্বর ২০২৫

বড় ধাক্কা সমতা লেদারে—তৃতীয় প্রান্তিকে লোকসানে ফিরল কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ৩০ মার্চ ২০২৫-এ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা যায়, চলতি প্রান্তিকে কোম্পানিটি ঘুরে দাঁড়াতে পারেনি, বরং লোকসানে পড়েছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ পয়সা, যেখানে আগের বছরের একই সময় কোম্পানি করেছিল ১৯ পয়সা শেয়ারপ্রতি মুনাফা—অর্থাৎ পারফরম্যান্সে বড় ধরনের ধস নেমেছে।

চলতি অর্থবছরের তিন প্রান্তিক বা ৯ মাসে কোম্পানিটির মোট শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ পয়সা, যা নির্দেশ করে লোকসান আরও বেড়েছে।

তবে আর্থিক অবস্থার সূচক হিসেবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) কিছুটা স্থিতিশীল রয়েছে। ৩১ মার্চ ২০২৫-এ এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা