ঢাকা   বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রাহায়ণ ১৪৩২

মুনাফা কমলেও শেয়ারহোল্ডারদের চমক—ডিভিডেন্ড বাড়াল সিলকো ফার্মা!

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ২০ নভেম্বর ২০২৫

মুনাফা কমলেও শেয়ারহোল্ডারদের চমক—ডিভিডেন্ড বাড়াল সিলকো ফার্মা!

ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস গত অর্থবছরে মুনাফা কমলেও শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড বাড়ানোর ঘোষণা দিয়েছে। কোম্পানির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, জুন মাসে শেষ হওয়া অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের ৪৪ পয়সা থেকে কমে ৪১ পয়সায় নেমে এসেছে—হ্রাসের হার প্রায় ৬.৮ শতাংশ

অন্যদিকে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) বেড়েছে। আগের ২২ টাকা ৬৬ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ২ পয়সায়। তবে নগদ প্রবাহের চিত্র দুর্বল—কোম্পানির এনওসিএফপিএস ৮১ পয়সা থেকে কমে ৭৪ পয়সায় নেমে এসেছে, যা ব্যবসার কার্যক্রমে ক্যাশ ফ্লো সংকোচনকে নির্দেশ করে।

মুনাফা কমলেও কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য বাড়তি সুবিধা দিয়েছে। গত বছর যেখানে ছিল ১% ক্যাশ ডিভিডেন্ড, এবার ঘোষণা করা হয়েছে ১.১০% ক্যাশ ডিভিডেন্ড। শেয়ারহোল্ডাররা এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও, কোম্পানির পরিচালকরা ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও নিজেদের জন্য কোনো ডিভিডেন্ড নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মোট ১০ কোটি ৩৮ লাখ ৭ হাজার শেয়ারের মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ৩ কোটি ৬৬ লাখ ১৫ হাজারের বেশি শেয়ার। ফলে ঘোষিত ডিভিডেন্ডের ৭৩ লাখ ৯১ হাজার টাকার পুরোটা যাবে সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে, যাদের শেয়ার সংখ্যা প্রায় ৬ কোটি ৭১ লাখ ৯১ হাজার

সিলকো ফার্মার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি ২০২৬, হাইব্রিড পদ্ধতিতে—অফিসে উপস্থিত থেকে বা অনলাইনে যুক্ত হয়ে অংশ নেওয়া যাবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়েছে