ঢাকা   রোববার ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সচিবরা আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান হতে পারবেন না

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১ নভেম্বর ২০২৫

সচিবরা আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান হতে পারবেন না

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও পরিচালক নিয়োগে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, সরকারি সচিব বা সমগ্রেডভুক্ত কোনো কর্মকর্তা আর এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক পদে নিয়োগের যোগ্য থাকছেন না।

একই সঙ্গে, স্বার্থের সংঘাত সম্পর্কিত কোনো ইস্যু থাকলে সেই প্রার্থীকেও নিয়োগের অনুপযুক্ত হিসেবে গণ্য করা হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান/পরিচালক নিয়োগ নীতিমালা, ২০২৫’-এ এসব বিধান যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের ৯ এপ্রিলের পুরোনো নীতিমালা বাতিল করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিচালকদের বছরভিত্তিক পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

আর্থিক ও নৈতিক মানদণ্ড যাচাই-বাছাই করেই তাদের নিয়োগ দিতে হবে। কোনো প্রার্থী ঋণখেলাপি, করখেলাপি বা আর্থিক অপরাধে জড়িত থাকলে তিনি নিয়োগের অযোগ্য বলে গণ্য হবেন।


একইভাবে, দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে বিরূপ মন্তব্য বা দণ্ডপ্রাপ্ত হলে কিংবা বিধিমালা লঙ্ঘনের দায়ে দণ্ডিত হলেও পর্ষদে অন্তর্ভুক্তি সম্ভব নয়।

পর্ষদে বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইনজ্ঞ ও একজন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকার পর্ষদে থাকতে হবে।

এছাড়া, পর্ষদের এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

একই ব্যক্তি একাধিক ব্যাংকের পরিচালক হতে পারবেন না বলেও নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নেতৃত্বে ছয় সদস্যের বাছাই কমিটি চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে।

তবে সরকারের বিবেচনায় সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের নিয়োগের সুযোগও খোলা রাখা হয়েছে।

চেয়ারম্যান নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, আর পরিচালক নিয়োগের অনুমোদন দেবেন অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা।